পটুয়াখালীর বাউফলে শিশুদের খেলাধুলা নিয়ে বিরোধের জেরে একই বাড়ির বাসিন্দাদের মধ্যে মারামারির ঘটনায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় শিক্ষার্থী রেদায়েন ইসলামকে (১৫) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করা হয়েছে। মারিমারিতে বাড়ির অন্তত ৫ জন আহত হয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে মদনপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য বেল্লাল চৌকিদারের বাড়িতে এ ঘটনা ঘটে। শিক্ষার্থী রেদায়েন ওই বাড়ির নুর আলম চৌকিদারের ছেলে এবং আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, একই বাড়ির আল আমিন চৌকিদার, নবাব চৌকিদার ও তায়বা ধারালো অস্ত্র দিয়ে রেদায়েনকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা জানায়, বিকেলে বাড়ির শিশুদের মধ্যে খেলাধুলা ঘটনাকে কেন্দ্র করে বাড়ির লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এদিকে, নবাব চৌকিদারের অভিযোগ, রেদায়েন ও তার বাবা নুর আলম তাদের মারধর করেছেন।
এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ঘটনা জানার পরে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

0 Comments